|
Date: 2023-03-15 11:40:01 |
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নাঈম (১৫) কলেজের সামনের রাস্তা পারাপারের সময় মাটিবাহী পিকাপের চাপার গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা আহত নাঈমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী ২৫০ শস্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
শিক্ষার্থীর নাঈম সড়ক দুর্ঘটনা আহত হওয়ার খবর শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে রাস্তায় নেমে আসে। এই সময় উত্তেজিত শিক্ষার্থীরা চাটখিল- রামগঞ্জ মহাসড়ক অবরোধ করে। শিক্ষার্থীদের অবরোধে তিন ঘন্টা যাবন চলাচল বন্ধ থাকে।
ঘটনার বিবরণ জানা গেছে নাঈম (১৫) পিতা : মো: জসিম উদ্দিন, ঠিকানা ঘাটলাবাগ চৌকিদার বাড়ি। শিক্ষার্থীদের অবরোধের মুখে চাটখিল রামগঞ্জ মহাসড়ক অচল হয়ে পড়ে। দশঘরিয়া, পরকোট ও এর আশেপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার জন্য দায়ী মাটিবাহী পিকাপ আটক ও ড্রাইভারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কলেজের সামনে যাত্রী ছাউনি নির্মান, রাস্তায় স্পিড বেকার নির্মাণসহ বিভিন্ন দাবিতে এ সময় শিক্ষার্থীদের স্লোগান দিতে দেখা যায়। নোয়াখালী ১ আসনের জাতীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম ঘটনাস্থলে না আসলে শিক্ষার্থীরা তাদের অবরোধ চালিয়ে যাওয়ার স্লোগান ও দিতে থাকে। পরবর্তীতে স্থানীয় প্রশাসনের আশ্বাসের পেক্ষিতে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নিলে,চাটখিল রামগঞ্জ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এই রিপোর্ট লেখার সময়, নাঈমের এক নিকট আত্মীয় জানিয়েছেন, এই দুর্ঘটনায় নাইমের একটি পা ও তিনটি দাঁত ভেঙ্গে গেছে। এই ছাড়া শরীরের বিভিন্ন স্থানে সে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে।
শিক্ষার্থীদের ন্যায় সঙ্গত দাবীর বিষয় জানতে চাইলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুঁইয়া বলেন, আমি বিষয়টি নোয়াখালীর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে অবহিত করেছি। তিনি বলেন, ইতিমধ্যে আমি আহত শিক্ষার্থীর খোঁজখবর নিয়েছি। সে যেন উন্নত চিকিৎসা পায় সে ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এক প্রশ্নের জবাবে ইমরানুল হক ভূঁইয়া বলেন, আজ (১৫ মার্চ বুধবার) বিকাল থেকেই কলেজের সামনে মহাসড়কে স্পিড বেকার নির্মাণ কাজ শুরু হবে। খুব দ্রুত সময়ের মধ্যে যাত্রী ছাউনী নির্মাণ করা হবে বলেও তিনি জানান।
© Deshchitro 2024