নোয়াখালীর সেনবাগে ভাংচুর, বিস্ফোরক মামলায় এক ও নারী নির্যাতন মামলায় একজন সহ  দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।  


গ্রেফতারকৃত মো: মাহফুজ (৪৫) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কবির হোসেন (৪৮),কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের বাসিন্দা। 


বুধবার (১৫ মার্চ ) দুপুরে গ্রেফতারকৃত আসামীদেরকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর ও কবির হোসেন (৪৮),কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।  


সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, গ্রেফতারকৃত মো: মাহফুজের বিরুদ্ধে ভাংচুর ও বিস্ফোরক আইনে ও কবির হোসেনের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা রয়েছে।  উক্ত মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024