|
Date: 2022-08-21 14:44:29 |
◾ বিনোদন ডেস্ক
সুপারহিট সিনেমা 'পোড়ামন'। গানে-গল্পে দর্শক মুগ্ধ করা এ সিনেমা দিয়ে অভিষিক্ত হয় সাইমন-মাহি জুটির। এরপর তারা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া 'জান্নাত'সহ আরও কিছু সিনেমায় অভিনয় করেছেন।
এবার আসতে চলেছে তারই একটি, 'লাইভ'। সিনেমাটি আগামী ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এতে প্রথমবারের মতো তিন নায়কের বিপরীতে অভিনয় করেছেন মাহিয়া মাহি। তার সঙ্গে সাইমন ছাড়াও আদর আজাদ ও খাইরুল বাশারকে দেখা যাবে।
সিনেমাটি নিয়ে মাহিয়া মাহি বলেন, ‘লাইভ’ সিনেমাটির গল্প আমার এতই ভালো লেগেছে যে করোনার মধ্যেও আমি শুটিং করেছি। সিনেমাটি থ্রিলার আমেজের। দর্শক আমাকে নতুনভাবে দেখবেন এখানে। সিনেমার গল্পটা এখন বলতে চাইছি না।'
সিনেমাটি নিয়ে সাইমন সাদিক বলেন, 'গত বছর একই সময়েই শাপলা মিডিয়ার তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হই আমি। তার মধ্যে একটি ছিল এটি। এতে টানা ১৬ মিনিট অভিনয় করেছিলাম, যার পুরো দৃশ্যটাই ছবিতে রাখা হয়েছে। আশা করছি এ সিনেমা দর্শকের মন ভরাবে।'
শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমার টিজার সম্প্রতি প্রকাশ হয়েছে। সেখানে দেখা যায়, একটি খুনের দায়ে ফেঁসে গেছেন মাহিয়া মাহি। তাকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন সাইমন সাদিক। তারপর ঘটতে থাকে নানা ঘটনা।
© Deshchitro 2024