আশাশুনিতে কোভিট-১৯ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ সমুহের সাথে টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ আগষ্ট) সকাল ১০.৩০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে এ মিঠিং অনুষ্ঠিত হয়।
কোভিট-১৯ প্রতিরোধঃ ঝুঁকি নিরুপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকাবার্তা যোগাযোগ জোরদারকরণ কর্মসূচির আওতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্বস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ প্রসূন কুমার মন্ডল। ইউনিসেফের সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্টের বাস্তবায়নে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আলোচনা রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আব্দুর রকিব, সেনেটারী ইন্সপেক্টর গোলাম মোস্তফা, ইপিআই টেকনেশিয়ান শংকর কুমার, প্রকল্পের জেলা সমন্বয়কারী কাকলি সরকার ও আজমীর হোসেন, আশাশুনি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী গোলাম রব্বানী, তুষার কান্তি রায় প্রমুখ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024