|
Date: 2023-03-15 18:08:49 |
জামালপুরের পুলিশ সুপার (এসপি) নাসির উদ্দিন আহমেদের নাম ও ছবি ব্যবহার করে খোলা হয়েছে একটি ফেসবুক অ্যাকাউন্ট। সেই ফেসবুক অ্যাকাউন্ডের ম্যাসেঞ্জার থেকে এক আমেরিকা প্রবাসীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে।
এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এসপি নাসির উদ্দিন আহমেদ।
বুধবার (১৫ মার্চ) দুপুরে জামালপুর সদর থানায় তিনি জিডিটি করেন।
এ বিষয়ে এসপি নাসির উদ্দিন আহমেদ বলেন, 'কে বা কারা আমার নাম ও ছবি ব্যবহার করে রফিকুল বাবলু নামে আমেরিকার এক প্রবাসীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে। টাকা না দিলে ওই প্রবাসীর পরিবারের সদস্যদের জেলে ঢুকানোর হুমকিও দেওয়া হয়েছে। এ নিয়ে রফিকুল বাবলু তাঁর ফেসবুক ওয়ালে একটি পোস্ট দেন। সেই প্রেক্ষিতে একটি জিডি করেছি।'
এদিকে জিডি ছাড়াও এ বিষয়টি সাইবার ক্রাইম বিভাগেও অভিযোগ দেওয়া হয়েছে মর্মে জানান জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।
জানা যায়, আমেরিকা প্রবাসী রফিকুল ইসলাম বাবলু ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের আব্দুস ছালামের ছেলে। তিনি সপরিবারে দীর্ঘদিন আমেরিকায় বসবাস করে আসছেন।
আমেরিকা প্রবাসী রফিকুল ইসলাম বাবলু বলেন, 'এসপি নাছির উদ্দিন আহমেদের নাম ও ছবি ব্যবহার করা একটি ফেসবুক আইডির ম্যাসেঞ্জার থেকে আমার ফেসবুক আইডির ম্যাসেঞ্জারে কল দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। দাবিকৃত টাকা না দিলে বাংলাদেশে থাকা আমার পরিবারের সদস্যদের জেলে ঢুকানোর হুমকি দেওয়া হয়।'
উল্লেখ্য, এর আগেও এসপি নাছির উদ্দিন আহমেদের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন মানুষের কাছে টাকা দাবি করা হয়েছিল। এনিয়ে ২০২২ সালের ১৪ নভেম্বর এসপি নাছির উদ্দিন আহমেদ জামালপুর সদর থানায় জিডি করেছিলেন।
© Deshchitro 2024