|
Date: 2023-03-16 02:59:47 |
কক্সবাজারের-ঈদগাঁওতে নাদিয়া সোলতানা রুমি
(২২) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে ঈদগাঁও উপজেলা ইসলামপুর উত্তর নাপিতখালী ৩ নং ওয়ার্ড বাসিন্দা প্রবাসী আবুল কামালের বসতঘর থেকে ওই লাশ উদ্ধার করে ঈদগাঁও থানা পুলিশ।
নিহত নাদিয়া সোলতানা রুমি প্রবাসী আবুল কালামের একমাত্র কন্যা । বিগত ৫ বছর পূর্বে খুটাখালী ইউনিয়নের ফুল ছড়ি শিয়া পাড়া এলাকার মুবিনের সাথে প্রেমের সম্পর্কে বিয়ে হয়। পরে মুবিন কে ডিভোর্স দিয়ে দীর্ঘ দিন যাবৎ বাপের বাড়ি অবস্হান করছেন রুমি তাদের সংসারে এক ৪ বছরের রাফিফ নামের শিশুও রয়েছে।
নিহতের পিতা সৌদি প্রবাসী আবুল কালম এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন মেয়েকে তার সন্তান কে পড়ানোর কথায় মন খারাপ করেন পরে মরে যাবো বলে রাগ করে গলায় ফাঁশ লাগিয়ে আত্যাহত্যা করবে বলে ভিডিও কল দেয়।
রুমি আক্তারের স্বয়ংকক্ষে দরজা আটকে সিলিং ফ্যানের সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করেন বলে জান প্রতিবেশীরা।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, তার পিতার সাথে কাটাকাটির ফলে এ ঘটনা সংগঠিত হয়
© Deshchitro 2024