কুড়িগ্রামে  গ্রীন লাইফ জেনারেল হাসপাতালের পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 


এ উপলক্ষে গতকাল রাতে মেডিকেয়ার নার্সিং  এন্ড মিডওয়াইফারী কলেজের হলরুমে চিকিৎসক, সেবিকা, কর্মকর্তা - কর্মচারী ও শুভানুধ্যায়ীদের সমন্বয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে গ্রীন লাইফ জেনারেল হাসপাতালের পরিচালনা পর্ষদ। 


মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গ্রীন লাইফ জেনারেল হাসপাতাল এবং  মেডিকেয়ার নার্সিং  এন্ড মিডওয়াইফারী কলেজের প্রতিষ্ঠাতা এবং  চেয়ারম্যান ডাঃ অমিত কুমার বসু। 


চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ডাঃ বেলাল হোসেনের সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন,বিশিষ্ট সিনিয়র চিকিৎসক  সাবেক সিভিলসার্জন ডাঃ মৃণাল কান্তি রায়, সাবেক সিভিলসার্জন ডাঃ আমিনুল ইসলাম,কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ নাসের মজুমদার, সিনয়র কনসালটেন্ট (এ্যানেস্থিয়া)  ডাঃ জাহাঙ্গীর আলম, শিশু বিশেষজ্ঞ ডাঃ পুলক সরকার, পৌর কমিশনার আল হারুনুজ্জমান হারুন প্রমুখ। 


এসময় অন্যান্যের মধ্যে গ্রীন লাইফ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ দেব, ডাইরেক্টর অসীম কুমার ঘোষ, মেডিকয়ার নার্সিং এন্ড মিডওয়াইফারী কলেজের ব্যবস্থাপনা পরিচালক সোহেল খন্দকার ফাহিম উপস্থিত ছিলেন। 



বক্তারা এ-সময়, সীমাবদ্ধতা ও নানা প্রতিকূলতার  মাঝে-ও মানসম্মত  চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রেখে গরীব ও অসহায় রোগীদের সেবা চালিয়ে আসার জন্য ডাঃ অমিত কুমার বসুকে ধন্যবাদ জানান। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024