“স্মার্ট বাংলাদেশের প্রত্যয় ,দূর্যোগ প্রস্তুতি সব সময়” এ প্রত্যয়কে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ইউপির বুড়িগোয়ালিনী ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সিপিপি শ্যামনগরের বাস্তবায়নে ও ব্রাক ঢাকার অর্থায়নে ঘূর্নিঝড় বিষয়ক গণসচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকালে(১৬ মার্চ) অনুষ্ঠিত এ মাঠ মহড়ায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিপিপি ,ঢাকার প্রশাসন বিভাগের উপ-পরিচালক শরাফাত হোসাইন খান। প্রধান অতিথি বক্তব্যে উপকূলীয় শ্যামনগরে ঘূর্নিঝড় বিষয়ে জনসচেনতামূলক মাঠ মহড়ার গুরুত্ব তুলে ধরেন।

সাংবাদিক রনজিৎ বর্মনের সঞ্চালনায় বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, ব্রাক ঢাকার প্রোগ্রাম সমন্বয়কারী শাফায়াত হোসেন, সিপিপি শ্যামনগর উপজেলা টিম লিডার শেখ মাকসুদুর রহমান মুকুল, বুড়িগোয়ালিনী ফরেষ্ট হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, শ্যামনগর থানার এ এস আই কামরুজ্জামান, ইউপি সদস্য রবিউল ইসলাম প্রমুখ।

মাঠ মহড়া অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা ও তত্তাবধানে ছিলেন সিপিপি শ্যামনগরের সহকারী পরিচালক মুনসী নূর মোহাম্মদ। মহড়া শেষে সকল শিল্পীবৃন্দকে পুরস্কৃত করা হয়।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024