|
Date: 2023-03-16 16:28:43 |
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ৫ মার্চ থেকে ১৬ মার্চ ২০২৩ পর্যন্ত ভূমি উন্নয়ন কর মেলা চলাকালীন সময়ে ১২ দিনে ১৫ লক্ষ টাকা ভূমি উন্নয়ন কর আদায় করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আশরাফুল কবীর। বিভিন্ন শ্রেণীর ভূমি মালিকরা ভূমি উন্নয়ন কর দীর্ঘদিন যাবত বকেয়া রেখেছিল। এসিল্যান্ড আশরাফুল কবীর ঝিনাইগাতী উপজেলা ভূমি অফিসে যোগদানের পর থেকে ভূমিসেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পুরো ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাইজ করা হয়। সেইসাথে নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধের মাধ্যমে জমির মালিকানা নিষ্কন্টক রাখতে তিনি ভূমি মালিকদের নিকট ব্যাপক প্রচার প্রচারণাসহ বিভিন্ন সহজিকরণ প্রদক্ষেপ নেন। এরই অংশ হিসেবে ভূমি উন্নয়ন কর মেলা-২০২৩ চলাকালীন সময়ে সরকারের রাজস্ব আদায়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। এসিল্যান্ড আশরাফুল কবীর গত ১০ অক্টোবর ২০২২ সালে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ঝিনাইগাতী উপজেলায় যোগদান করেন। যোগদানের পর থেকেই সাধারণ মানুষের সাথে ছিল তার আন্তরিকতা ও আধুনিক ভূমি সেবা। তিনি যোগদানের পর ঝিনাইগাতী বাসীকে ভূমি সেবাসহ উপজেলা প্রশাসনের অন্যান্য সেবা দিয়ে আসছেন। তিনি বলেন, ৫ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত ১২ দিনে ১৫ লক্ষ টাকা ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে। ঝিনাইগাতীর ইতিহাসে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করা হয়েছে। এ ছাড়াও ঝিনাইগাতী উপজেলা পাহাড়ি এলাকা হওয়ায় অধিকাংশ জমিই খাস খতিয়ানভুক্ত সরকারী জমি। তা না হলে আরো দ্বিগুণ রাজস্ব আদায় করা সম্ভব হতো।
© Deshchitro 2024