|
Date: 2023-03-16 18:26:49 |
জল্পনা-কল্পনার শেষে ইভিএমে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৬ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৯টি ওয়ার্ডের ২২টি কেন্দ্রে ১৩১ বুথে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়। এতে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এ.কে জাহেদ চৌধুরী বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
আ.লীগ মনোনীত নৌকার প্রার্থী এ.কে জাহেদ চৌধুরী পেয়েছেন ১০১৪২ ভোট, নিকটতম প্রতিদ্বন্ধী মোবাইল প্রতীকের আনোয়ার পাশা পেয়েছেন ৭১৭৪ ভোট, নারকেল গাছ স্বতন্ত্র প্রার্থী নাছির উদ্দীন চৌধুরী পেয়েছেন ৫৫৯২ ভোট,জগ স্বতন্ত্র এডভোকেট মোঃ ইসমাঈল গণী পেয়েছেন ২৯৬০ ভোট,চামস স্বতন্ত্র মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী ৩৪৮ ভোট,মোট বৈধ ভোটের সংখ্যা ২৬২১৬
অবৈধ(বাতিলকৃত)ভোটের সংখ্যা ৮৩
সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২৬২৯৯
কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ডে মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদীন, ২নং ওয়ার্ডে গাজী আমান উল্লাহ, ৩নং ওয়ার্ডে ওসমান গণি, ৪নং ওয়ার্ডে মুহাম্মদ শাহজাহান, ৫নং ওয়ার্ডে মোস্তফা কামাল, ৬নং ওয়ার্ডে মাওলানা মুহাম্মদ ইয়াকুব, ৭নং ওয়ার্ডে মাওলানা মন্জুর মিয়া, ৮নং ওয়ার্ডে মোহাম্মদ আলী, ৯নং ওয়ার্ডে মুহাম্মদ সোলেমান, ১,২,৩ নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ছলিমা আকতার শিউলি, ৪,৫,৬ নং ওয়ার্ডে রহিমা বেগম ও ৭,৮,৯ নং ওয়ার্ডে হাসিনা মমতাজ বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
© Deshchitro 2024