চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার কারখানার পরিচালক পারভেজ উদ্দিন সান্টুকে কোমরে রশি বেঁধে আদালতে নিয়ে যায় শিল্প পুলিশ। এমন ঘটনায় বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম অত্যন্ত দুঃখ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এ ধরনের আইন বর্হিভূত ও গর্হিত কাজে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করার জোর দাবি জানান তিনি।
বৃহস্পতিবার (১৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন।
বিবৃতিতে বিজিএমইএ প্রথম সহ-সভাপতি বলেন, সীমা অক্সিজেন প্ল্যান্টে অগ্নিকাণ্ডের ঘটনাটি নিছক অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা। এ ঘটনায় উক্ত অক্সিজেন প্ল্যান্ট ভস্মিভূত হওয়াসহ জানমালের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে আমি দুঃখ প্রকাশ করছি এবং সংশ্লিষ্টদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

সৈয়দ নজরুল ইসলাম বলেন, উদ্যোক্তাগণ শিল্পপ্রতিষ্ঠান স্থাপনপূর্বক তা পরিচালনার জন্য বিভিন্নস্তরে চাহিদা মোতাবেক প্রয়োজনীয় জনবল নিয়োজিত রাখেন। এক্ষেত্রে উক্ত প্ল্যান্টেও অগ্নি নিরাপত্তা সংশ্লিষ্ট কাজে নির্ধারিত কর্মকর্তা নিয়োজিত ছিল। অগ্নি দুর্ঘটনা পরবর্তীতে যথাযথ তদন্তপূর্বক জড়িতদের চি‎হ্নিত না করেই একজন শিল্পোদ্যোক্তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একতরফাভাবে অপমানজনকভাবে কোমরে রশি বেঁধে আদালতে উপস্থাপন করায় শিল্পমালিক মহলে ভীষণ ক্ষোভের সৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন শ্রেণির শিল্প উদ্যোক্তাগণ চরম হতাশা ব্যক্ত করেছেন। এছাড়া এ ধরনের কমকাণ্ড সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবসায়ী সমাজকে ক্ষেপিয়ে তোলার পাঁয়তারা বা সাবোটাজ কিনা তাদ খতিয়ে দেখা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য গত বুধবার (১৫ মার্চ) সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক  পারভেজ উদ্দিন সান্টুকে কোমড়ে দড়ি বেঁধে আদালতে তোলার একটি ছবি গণমাধ্যমে প্রকাশ হলে এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ  চারদিকে  সমালোচনা শুরু হয়। দেশের শিল্পোদ্যোক্তাকে ব্যবসায়ীদের মাঝে  ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়।

এর ফলে রাতেই শিল্প পুলিশের এসআই অরুণ কান্তি বিশ্বাসকে ক্লোজড করা হয়। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার মো. সুলাইমান। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024