কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে বৃহস্প‌তিবার (১৬মার্চ) সন্ধ্যার দি‌কে উপ‌জেলার সদর ইউ‌নিয়‌নের সাদ্দাম মোড় এলাকার মকবুল হোসেন ওরফে খবিরুল ইসলাম না‌মের এক চা‌লের ব‍্যবসায়ীর গোডাউন থে‌কে সরকারি ১৪৮ মন চাউল জব্দ ক‌রেন ভূরুঙ্গামারী থানা পুলিশ।

একটি গোপন সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে একটি চক্র হতদ‌রিদ্রদের মা‌ঝে বিতরণ করা চালসহ সরকা‌রের বি‌ভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির চাল কি‌নে বি‌ক্রি কর‌তেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024