জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ সকাল সাড়ে ৯টায় উপজেলা কমপ্লেক্সে বঙ্গবন্ধু'র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে ঐতিহ্যবাহী শ্রীঙ্গল প্রেসক্লাব। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, সহ-সম্পাদক (দপ্তর) এম মুসলিম চৌধুরী, সহ সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মামুন আহম্মেদ, সাবেক সহ-সভাপতি কাউছার ইকবাল, সাংবাদিক কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, কার্যকরী কমিটির সদস্য মোঃ শাকির আহমেদ, নূর মোহাম্মদ সাগর, সনেট দেব চৌধুরী, প্রেসক্লাব সদস্য আব্দুর রব, সাইফুল ইসলাম, শামছুল আলম শামিম, ঝলক দত্ত এবং মিজানুর রহমান আলম।