‘‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’’ প্রতিপাদ্যে বরগুনার তালতলীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি, র‌্যালি, আলোচনা সভা ও কোরআন খতমসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বরগুনার তালতলীতে জাতির পিতা শেখ মুজিবুর রহমান জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।



শুক্রবার (১৭ মার্চ) সকাল ১০.১৫ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি উল কবির ও উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা। এরপরে থানা পুলিশের পক্ষে শ্রদ্ধা জানান ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু। এরপরে পর্যায়ক্রমে উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠন, বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। 

উপজেলা পরিষদ চত্বর থেকে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদের পায়রা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024