নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।


শুক্রবার (১৭ মার্চ) বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিরন জয় ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ ফরাজি, সাধারণ সম্পাদক আলাউদ্দিন লিটন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বাবুল আহমেদ, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি তছলিম উদ্দিন রুবেল, সাধারণ সম্পাদক আবু তালেব, পৌর যুবলীগের সভাপতি আরিফ হোসেন সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ প্রমুখ। 


এর আগে, সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসটির সূচনা করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024