|
Date: 2022-08-22 03:47:55 |
◾ নিউজ ডেস্ক
বিএনপি ইসির ডাকে সাড়া দিয়ে আসলে আলোচনার প্রেক্ষিতে তাদের প্রস্তাব আমলে নেবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। আজ রোববার কমিশনের সভা শেষে মো. আলমগীর এ কথা বলেছেন। গতকাল রোববার দিনভর কমিশনের সভা ইসির আলোচনায় ছিল বিএনপির নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি। দলটি এখনও তাদের দাবি না মানায় ইসির কোনো আলোচনায় অংশ নেয়নি।
মো. আলমগীর বলেন, ‘বিএনপি যদি নির্বাচন কমিশনের ডাকে সাড়া দিয়ে কোনো প্রস্তাব দেয়, তাহলে অবশ্যই তাদের প্রস্তাব আমরা আমলে নেব। কারণ বিএনপি নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল, সুতরাং তাদের প্রস্তাব আমলে না নেওয়ার সুযোগ নেই।’
কোনো দল রাজি না হলে কি ইভিএম থেকে সরে যাবেন এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, ‘সরে যাওয়ার তো বিষয় না। তখন আসন হয়তো কম-বেশি হতে পারে। উনারা যদি বলেন- এতো কইরেন তখন আমরা যদি কনভিন্সড হই, যে কথায় যুক্তি আছে তাহলে সেটাই হবে। আর যদি দেখি যে যুক্তিযুক্ত না, তখন বলবো আপনাদের যুক্তিটা তো গ্রহণযোগ্য হলো না।’
© Deshchitro 2024