সরিষাবাড়ী থানা পুলিশ কর্তৃক চাঞ্চল্যকর অটোবাইক চুরিসহ হত্যা মামলায় হত্যার রহস্য উদঘাটন, চোরাইমাল উদ্ধার এবং মূল আসামী গ্রেফতার। 


 গত ১৪/০৩/২০২৩ইং তারিখ বিকাল অনুমান ০৪.০০ ঘটিকার সময় অত্র মামলার ডিসিষ্ট  স্বাধীন মিয়া(২১) পিতা-মৃত জলিল খাঁ, সাং-মাজালিয়া থানা-সরিষাবাড়ী, জেলা-জামালপুর একজন অটো চালক ছিলেন। প্রতিদিনের ন্যায় ডিসিষ্ট অটো চালানোর জন্য সরিষাবাড়ীর উদ্দেশ্যে বাড়ী হইতে বাহির হইয়া যায়। পরবর্তীতে ডিসিষ্ট আর বাড়ীতে ফিরে আসে যায় নাই। ডিসিষ্ট এর মা এবং নিকট আত্মীয়-স্বজন খোঁজাখুঁজি করিতে থাকিয়া এক পর্যায়ে লোকমারফত সংবাদ পান যে বয়ড়া ব্রিজের নিজে সুবর্নাখালি নদীতে একটি লাশ ভেসে আছে। পরবর্তীতে ডিসিষ্ট এর মা এবং আত্মীয়-স্বজন ঘটনাস্থলে উপস্থিত হইয়া ডিসিষ্ট এর লাশ সনাক্ত করত: উক্ত ঘটনার বিষয়ে সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থলে যাইয়া  লাশ উদ্ধার করত: লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করিয়া জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেন। পরবর্তীতে পুলিশ সুপার জামালপুর মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় সরিষাবাড়ী থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া অদ্য ১৭/০৩/২০২৩খ্রি: তারিখ সরিষাবাড়ী থানাধীণ বয়ড়া এলাকা হইতে মামলার মূল আসামী মোঃ জামাল উদ্দিন(৩৫) পিতা-মোঃ আঃ গণি, সাং-মালিপাড়া, থানা-সরিষাবাড়ী, জেলা-জামালপুরকে গ্রেফতার পূর্বক আসামীর দেওয়া তথ্য মতে অভিযান পরিচালনা করিয়া ডিসিষ্ট এর চুরি হওয়া অটোগাড়ীটি উদ্ধার করা হয় ও গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024