|
Date: 2023-03-18 12:30:26 |
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা যুবলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ শুক্রবার বিকেলে উপজেলা যুবলীগ কার্যালয়ে যুবলীগের সভাপতি ফজিলা খাতুন শারমীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়। এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, মহিলা আওয়ামীলীগ নেত্রী আয়শা সিদ্দিকা রুপালীসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে যুবলীগ কার্যালয়ের কেক কাটার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। আলোচনা সভায় যুবলীগের তৃর্ণমূল নেতাকর্মীসহ শ্রমিকলীগ, কৃষকলীগ, যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024