|
Date: 2022-08-03 03:06:58 |
সাভারের আশুলিয়ায় ডাস্টবিন থেকে একদিন বয়সের ছেলে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। মঙ্গলবার রাত ৮টার দিকে আশুলিয়ার ঘোষবাগের সোনিয়া মার্কেট এলাকার রিপন সিকদারের বাড়ির পেছনের ডাস্টবিন থেকে ওই ছেলে নবজাতককে উদ্ধার করা হয়।
স্থানীয় নূর মোহাম্মদ বলেন, ‘রাত ৮টার দিকে আমার চাচা রিপন সিকদারের বাড়ির পেছনের ডাস্টবিনে শিশুর কান্না শুনতে পাই। পরে বাড়ির পেছনে গিয়ে একটি জীবিত ছেলে নবজাতকে দেখতে পাই। এ সময় নবজাতকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।’
নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক হারুন-অর-রশিদ বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে একটি নবজাতককে হাসপাতালে আনে স্থানীয়রা। নবজাতকটি সদ্য ভূমিষ্ঠ বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।’
ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস আলী বলেন, ‘আমরা খবর পেয়ে নবজাতকের খোঁজ খবর নিয়েছি। বর্তমানে শিশুটি সুস্থ আছে। নবজাতকটি নূর মোহাম্মদ ও রিপন সিকদারের জিম্মায় রয়েছে। উপজেলা সমাজসেবা বিভাগ বিষয়টি দেখবে।’
© Deshchitro 2024