বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা “এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না” এরই ধারাবাহিকতায় বিশিষ্ট অভিনেতা চিত্রনায়ক জায়েদ খান শ্যামনগর উপজেলায় পিকেএসএফের কৃষি প্রাণ বৈচিত্র্যে ডকুমেন্টরী করার জন্য সাতক্ষীরার শ্যামনগরের এনজিএফ কার্যালয়ে আসেন।

শনিবার সকালে (১৮ মার্চ) সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার চিত্রনায়ক জায়েদ খানের আমন্ত্রণে শুটিং স্পটে হাজির হন এবং কিছুণ আনন্দঘন সময় কাটান।

 এ সময় জায়েদ খান সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের উদ্দেশ্যে বলেন “আমি এমপি জগলুল হায়দারের একজন ভক্ত, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি তার বিভিন্ন সামাজিক কর্মকান্ড  অনুপ্রাণিত করেছে।  যিনি একজন সংসদ সদস্য হয়েও নিজ সংসদীয় এলাকায় সাধারন মানুষের সাথে মিশে থাকেন কখনও কৃষক বেশে, কখনও গরীবের আমন্ত্রনে খাওয়ার খাওয়া, নিজ সাইকেল চালিয়ে বাজার করা , মাটির ঝুড়ি মাথায় নিয়ে কাজ করা, নদী ভাঙনে নিজে শ্রমিকদের সাথে কাজ করা, এতিম প্রতিবন্ধীদের খোঁজ খবর নেওয়া ও সহযোগীতা করা এধরনের কাজ করে চলেছেন।

 তিনি আরো বলেন-“আমি শ্যামনগরবাসীর নিকট আহবান রাখব এমন একজন গুনী এমপিকে আবারও নৌকার মাঝি করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করুন। পর চিত্রনায়ক জায়েদ খান এমপি জগলুল হায়দারকে সাথে নিয়ে পাশর্^বর্তী কৃষি ক্ষেত ঘুরে ঘুরে দেখেন।

 এমপি জগলুল হায়দার বলেন প্রধানমন্ত্রীর ঘোষণা আমাদের সকলকে বাস্তবায়ন করতে হবে। এক ইঞ্চি জায়গা অনাবাদি রাখা যাবে না। সংসদ সদস্য জায়েদ খানকে শ্যামনগরের মাটিতে পদার্পণ করার জন্য ধন্যবাদ জানান।




প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024