'সচেতনতা,প্রস্তুতি ও প্রশিক্ষণ দুর্যোগ মোকাবিলার সর্বোত্তম উপায়’এ স্লোগানকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ,মাওনা জি এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ভূমিকম্প ও অগ্নিনির্বাপণের জন্য সচেতনতামূলক প্রশিক্ষণ ও মহড়া প্রদান করা হয়েছে।


সোমবার(২২ আগস্ট) বেলা ১১টার দিকে কলেজ মাঠে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্দ্যোগে স্টেশন অফিসার মো.ইফতেখার রাইহান এর নেতৃত্বে  ফায়ার ফাইটারদের সমন্বয়ে মহড়া ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।



এ সময় ভূমিকম্পে তাৎক্ষণিক করনীয় নির্ধারনে উদ্ধার তৎপরতাসহ প্রাথমিক চিকিৎসা এবং অগ্নিনির্বাপণে সচেতনতামূলক মহড়া ও প্রশিক্ষণে ছাত্র-ছাত্রীদের মাঝে গ্যাস সিলিন্ডারে আগুন নিভানোর বিভিন্ন কৌশল প্রদর্শণ করা হয়।স্কুল,কলেজ বা বাসায় কোথায়ও যদি হঠাৎ করে আগুন ধরে যায় তাহলে সাথে সাথে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে কীভাবে গ্যাস সিলেন্ডারের আগুন কে নিয়ন্ত্রণে আনা যাবে সেটাই দেখানো ও বন্ধ ঘরে,ভবনে আগুন লাগিলে কীভাবে ফায়ার ফাইটারা নিয়ন্ত্রণ আনে তা  উপস্থিত সকলকে দেখানো হয় এবং কোথাও কোন দুর্ঘটনা ঘটলে দ্রুত এই নাম্বারে ১৬১৬৩ কল করে জানাতে বলা হয়েছে।


এ সময় উপস্থিত ছিলেন জেলা ফায়ার সার্ভিসের কর্মকতা ডিএডি আব্দুল হামিদ, সৌকত,রফিক,সোহেল,রাসেল,আকতারুজ্জামান প্রমুখ ফায়ার সার্ভিসের সদস্য।



মহড়ায় অংশ নেন পিয়ার আলী বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মো.আবুল খায়ের,ম্যানেজিং কমিটির সদস্য মোশারফ ভূইয়া,কলেজের শিক্ষক,শিক্ষিকা,ছাত্রী সহ অন্যান্যরা।




প্রশিক্ষণ শেষে ছাত্র-ছাত্রী অংশগ্রহণে নৃত্য ও ফায়ার ফাইটারদের অংশগ্রহণে ওয়াটার ডিসপ্লে প্রদর্শন করা হয়। 


এ সময় সার্বিক সহযোগিতা করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্য বৃন্দ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024