|
Date: 2023-03-18 17:59:51 |
ঐ-যে ঐ শিমুল ডালে
আপন মনে বেখেয়ালে,
ডাকবে দেখো কোকিল;
রাত পেরিয়ে মিষ্টি ভোর,
নেই তার কোনো তোড়জোড়
বসন্তের রোদ ঝিলমিল।
কুহুকুহু প্রেমের কথা
দেয়-যে কোকিল মনে ব্যথা
কেমন করে ডাকে!
এমন করে ডাকলে কি আর
ঘরে মনটা থাকে!
কোকিল তুমি বড়ই পাজি
কেন মন-টা বোঝ না,
আপন মনে ডেকেই চল
একটুও যে থামো না।
আফরিনা সুলতানা ঈশিতা
শিক্ষার্থী, সরকারি দোহার-নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ।
আগলা, নবাবগঞ্জ, ঢাকা।
© Deshchitro 2024