সবুজ ঘেরা ঐ-উঁচু ভূমি 

যেথায় অরণ্যের বাহার, 

আজকে যাব হারিয়ে 

বুকের ভেতরে তার। 

ও পাহাড়, ও পাহাড়, 

তুমি ইচ্ছে পাহাড়। 


এক আকাশের রঙে লেখা 

তোমার উঁচু শীর, 

একলা আছো দাঁড়িয়ে 

হয়ে তুমি স্থীর। 

বলনা এমন প্রেম আছে মনে কার? 

ও পাহাড়, ও পাহাড়, 

তুমি মন মাতানোয় বাহার। 


টুকরো টুকরো রঙিন পাথর 

তোমারি গা-ঘেষে, 

রূপোলী বারিধারা আজ 

মিশেছে মোহনায় যেন হেসে। 


ঐ মন মাতানো বুনো ফুলে 

মিটছে তোমার আহার, 

তুমি কোন রূপকের রূপকার 

দাওনা খোঁজ তার৷ 


ও পাহাড়, ও পাহাড়, 

তুমি ইচ্ছে পাহাড়। 




আফরিনা সুলতানা ঈশিতা 

শিক্ষার্থী, সরকারি দোহার-নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ। 

আগলা, নবাবগঞ্জ, ঢাকা। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024