|
Date: 2023-03-18 18:19:55 |
আজ ঝরাপাতার বসন্ত এলো
কৃষ্ণচূড়ার ডালে ডালে,
বটতলায় বসে কোকিল ডাকে
মিষ্টি সুরে তালে তালে।
ফাগুনের রঙে প্রকৃতির স্নিগ্ধতা
মনপ্রিয়ার হৃদয় শিহরণ,
বাসন্তী শাড়ীতে নববধূর সাজ
অঙ্গে বসন্ত ফুলের আবরণ।
চারদিকে যেন ফাগুনের ডাক
কোকিলের কণ্ঠে কুহুকুহু গান,
নদীর বুকে এলোমেলো ঢেউ
সবুজের মাঠে সোনালি ধান।
পড়ন্ত বিকেলে হিমেল বাতাসে
বসন্ত এসে মন ছুঁয়ে যায়,
গাছতলায় রাখালের বাঁশির সুরে
রূপসী ললনা ছুটে গাঁয়৷
গোলাপ মাহমুদ সৌরভ
ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর।
© Deshchitro 2024