মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তঃক্লাব ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৯মার্চ (রোববার) সারাদিন বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভীন নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সাবেক দপ্তর সম্পাদক রেজাউল করিম, জিহাদুল ইসলাম জিহাদ,মৌসুমী আক্তার মিম ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024