আমাকেও, সেথায় ডাকিস

যেথায় আঁধার দেখিস!!

দেখতে আলোর জোয়ার 

খুলিস "আলির" তলোয়ার!!


উদাসীনতা দিলে তাড়া!!

ভুলে যাসনে ঈমানী ধারা 

সত্যের পথে এলে বাঁধা!! 

রুখে দাড়া, বিপ্লবী জনতা।


ইসলামের, বিজয়ের ঝান্ডা

উড়াবো ভেঙে তন্দ্রা!! 

দেখবি পতাকা আকাশেতে

রক্তে লিখেছি, কালিমা তাতে!


হায়নারা সব দিচ্ছে উঁকি 

এসবে না, ভয় করি!!

জানিয়ে দিস তাদের "

আমি এহেন সংগ্রামী।


ওহে! কে কোথায় আছিস? 

বিজয় আনতে তাওহীদের 

একটু অনুপ্রেরণা দিস!!

ঘুম চোখে, আমায় জাগিয়ে নিস।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024