|
Date: 2023-03-19 16:59:44 |
চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র বীর মুক্তিযোদ্ধা মো রেজাউল করিম চৌধুরী শিক্ষার্থীদের আহবান জানিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে সোনার বাংলা গড়ার লড়াইয়ে সামিল হতে হবে।
তিনি শিক্ষক ও অভিভাবকদের ছেলে-মেয়েদের মুক্তিযুদ্ধের গল্প শুনানোর আহŸান জানান। পরে মেয়র সরাইপাড়া সিটি কর্পোরেশন ডিগ্রী কলেজের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিক শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, কাউন্সিলর মোঃ নুরুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমা, সরাইপাড়া সিটি কর্পোরেশন ডিগ্রী কলেজের প্রিন্সিপাল রওশন আখতার, সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান, লায়ন এম শওকত আলী, এ বি এম লুতফুল হক খুশী প্রমুখ।
© Deshchitro 2024