জয়পুরহাটে আধুনিক জেলা হাসপাতালে এক ভুয়া নার্স আটক করা হয়েছে। আটকৃত ওই ভুয়া নার্সের নাম তুলি। তার বাড়ি জয়পুরহাট সদর উপজেলার ভাদশা ইউনিয়নের গোপালপুর গ্রামে। 

হাসপাতাল সূত্রে জানা যায়,  আজ সকাল থেকেই হাসপাতালের একটি ওয়ার্ডে ওই নারীকে সিনিয়র স্টাফ নার্সদের পোশাক পরিহিত অবস্থায় ডিউটি করতে দেখা যায়। তার গতিপ্রকৃতি সন্দেহজনক হলে হাসপাতালের অন্যান্য নার্সরা পরিচয় সম্পর্কে জানতে চাইলে ওই নারী উদ্ভট উত্তর দিতে থাকে। আর অহেতুক প্রশ্নের উত্তরে সন্দেহজনক মনে হলে  হাসপাতালের দায়িত্বরত নার্সরা আটক করে  সুপারভাইজারের কক্ষে  নিয়ে আসলে তাকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তিনি নিজের দোষ স্বীকার করেন। 

তবে কি কারনে সিনিয়র স্টাফ নার্সদের ড্রেস পরে ওয়ার্ডে ডিউটি করা হচ্ছিল সে বিষয়ে সদুত্তর মেলেনি। 

ধারণা করা হচ্ছে নার্সদের ভুয়া পোশাক পরে সে রোগীদের বেড থেকে মোবাইল ও টাকা চুরি করার জন্য এই বেশ ধরতে পারে। 

জানা গেছে ওই নারী উচ্চ মাধ্যমিক পাস। 


পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিলে তারা এসে ওই ভুয়া নার্সকে জিজ্ঞাসাবাদের জন্য  থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024