হতদরিদ্র পরিবারকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহের নান্দাইলে ৮৩টি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।


এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইল শাখার উদ্যোগে রোববার (১৯ মার্চ) নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠে ৮৩টি সেলাই মেশিন বিতরণ করা হয়।


নান্দাইল আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।


এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নান্দাইল পৌরসভার মেয়র মোঃ রফিক উদ্দিন ভূঞা,সহকারী কমিশনার ভূমি এ.টি.এম আরিফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইনসান আলী, পৌর ওয়ার্ড কাউন্সিলর শাহীনুর রহমান শাহীন, খায়রুল ইসলাম মানিক, সাংবাদিক এনামুল হক বাবুল, আলম ফরাজী প্রমুখ।


এসময় ওয়ার্ল্ড ভিশন নান্দাইলের (এপি) ম্যানেজার সুমন রুরাম, প্রোগাম অফিসার অর্পণা ঘাগ্রা সহ আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ওয়ার্ল্ড ভিশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023