|
Date: 2023-03-20 10:50:57 |
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় চতুর্থ ধাপে জয়পুরহাটে আরও ১৩৯ ভূমিহীন ও গৃহহীন পরিবার উপহার পাচ্ছে ঘর।
সোমবার (২০ মার্চ) দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ।
তিনি জানান, দুই শতক জমিতে দুকক্ষ বিশিষ্ট সেমি পাকা একটি করে ঘরের নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এসব ঘরে রয়েছে আধুনিক ও উন্নত জীবন যাত্রার সকল সুযোগ-সুবিধা। আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধনের পর ঘরগুলো আনুষ্ঠানিকভাবে উপকারভোগিদের কাছে হস্তান্তর করা হবে।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট আবুল কালাম আজাদ ও জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024