|
Date: 2023-03-20 11:05:51 |
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে স্টাফ নার্সের পোশাক পরিহিত এক ভূয়া নার্সকে থানায় সোর্পদ করেছে হাসপাতাল কর্তপক্ষ।
সোমবার (২০ মার্চ) দুপুর ১২ টার দিকে পূর্ণিমা ওরফে তুলি নামে ওই ভূয়া নার্সকে পুলিশকে সোর্পদ করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বেলা ১১ টার দিকে সিনিয়র স্টাফ নার্সের পোশাক পরিহিত অপরিচিত এক নার্স হাসপাতালের বিভিন্ন ওর্য়াডে ঘোরাফেরা করছে। তার গতিবিধি সন্দেহ জনক হলে অনন্য নার্সরা তাকে জিঙ্গেস করে সে তখন নতুন এসেছে বলে ও এলামেলো অসংঙ্গতি মূলক কথাবার্তা বলে। পরে তাকে উপসেবা তত্ববধায়কে রুমে নিয়ে থানায় খবর দিলে পুলিশ এসে জিঙ্গাসাবাদ করলে এক পর্যায়ে সে জানায় সদর উপজেলার ভাদশা গোপালপুর গ্রামের রমজান আলীর মেয়ে পূর্ণিমা ওরফে তুলি । সে কোনো নার্স নয়। এ সময় হাসপাতালের অনন্য নার্সদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
হাসপাতালে কর্মরত নার্সরা বলেন, বিভিন্ন সময়ে শোনা যায় হাসপাতালে শিশু, ঔষধ, মোবাইল সহ অনেক কিছু চুরি হয়। এদের মতো ভূয়া ও প্রতারকরা আমাদের চোখকে ফাকি দিয়ে এসব করে আমাদের দূনার্ম হয়, আমারা শাস্তি চাই।
জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের উপ সেবা তত্ববধায়ক নাজমা খাতুন জানান, বহিরাগতরা যদি নার্সের পোশাক পরে আমাদের মধ্যে ঘোরাফেরা করে তাহলে এটি ধরা খুব মুশকিল। এভাবে দেশের বিভিন্ন হাসপাতালে তারা রোগীদের টাকা, মোবাইলসহ সবকিছু চুরি করে। এমনকি বাচ্চাও চুরি করে নিয়ে যায়। আজকে আমাদের হাসপাতালে সে নার্সের পোশাক পড়ে ঘোরাঘুরি করার সময় সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাবাদ করার পর থানায় সোর্পদ করা হয়েছে।
© Deshchitro 2024