আসন্ন পবিত্র মাহে  রমজান উপলক্ষে দেশের বৃহৎ   পাইকারি বাজার চট্টগ্রাম  খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

  ২০ মার্চ  (সোমবার )   ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা ও মো. মাসুদ রানা এর  নেতৃত্ব  এ অভিযান  চলাকালে   খেজুর, ছোলা ও চিনিসহ রমজানে বেশি চাহিদা সম্পন্ন বিভিন্ন পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করায় ৩টি আড়তকে ১৮ হাজার টাকা এবং আরএম ট্রেডার্সকে বিক্রয় রশিদ সরবরাহ না করার অপরাধে ৫০ হাজার টাকা  সহ মোট ৬৮ হাজার টাকা  জরিমানা আদায়  করা  হয়।

এ সময় ম্যাজিস্ট্রেট জামসেদ আলম রানা বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশে মহানগর ও উপজেলা পর্যায়ে ৪০টি মনিটরিং টিম নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে নিয়মিতভাবে বাজার মনিটরিং করবেন।  তারই আংশ হিসেবে এ অভযান ।
ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, অনেক পাইকারি বিক্রেতা বিক্রয় রশিদ সরবরাহ করে না এবং অনেকে বাজার পরিস্থিতি অনিয়ন্ত্রিত করার চেষ্টা করছে মর্মে প্রশাসনের গোপন সোর্স আমাদের জানিয়েছে। এ প্রেক্ষিতে জেলা প্রশাসক স্যার কঠোর নির্দেশ দিয়েছেন মোবাইল কোর্টের মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তি দিতে।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, বাজার পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা বরদাশত করা হবে না। প্রাথমিকভাবে জরিমানা দণ্ড প্রদান করলেও ভবিষ্যতে এ ধরনের অপরাধে জেলে পাঠানো হবে। 

ক্যাব, কৃষি বিপণন কর্মকর্তা, বিএসটিআই, দোকান মালিক সমিতি ও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা এ অভিযানে সহায়তা করে।
ম্যাজিস্ট্রেটদের আইনগত নির্দেশনা পালনের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা অভিযানে অংশ নেন। 



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024