রাজপথের আন্দোলনে সফল হবো কিনা, সেটি সময় বলে দেবে। বর্তমান সরকারকে হঠাতে গণ অভ্যুত্থানের বিকল্প নেই। এ সরকারের আমলেই মণিরামপুরের যুবদল নেতা চন্টুসহ ১৭জন নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে অবশ্যই এই সব হত্যাকান্ডের সঠিক বিচার হবে।

এ সরকারের জুুলুম নির্যাতনের শিকার হয়ে আজই বিএনপিসহ সাধারন জনগণ চুড়ান্ত পর্যায়ে পৌচ্ছে গেছে। এখন আর ঘরে বসে থাকার সময় নেই। বর্তমান সরকার দেশের কি উন্নয়ন করেছে তার বাস্তব উদাহরণ দিতে গিয়ে বলেন, শিক্ষার্থীদের লেখাপড়া ব্যঘাত সৃষ্টি করতে সপ্তাহে দু'দিন ছুটি ঘোষনা করেছে আজ থেকে। 

সোমবার বিকেলে মনিরামপুর বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং, সকল প্রকার নিত্যপন্যের মূল্যবৃদ্ধি, ভোলায় ছাত্রদলের নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মনিরামপুরে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এসব কথা বলেন।

মণিরামপুর উপজেলা বিএনপির আহবায়ক শহীদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির অধ্যাপিকা নার্গিস ইসলাম, সদস্য সচিব এ্যাড. সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, মিজানুর রহমান। থানা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে আরোও বলেন, সরকার বিদ্যুৎ সংকট পরিস্থিতিকে মোকাবেলা করতে ঘোষনা দিয়েই লোডশেডিং অব্যহত রেখেন। দেশে বর্তমান মানবধিকার বলে কিছুই নেই। ঘরের ছেলে বাইরে গেলে ছেলে যে ঘরে ফিরবে এর নিশ্চয়তা আজ কোন অভিভাবকের নেই। লুটপাট অব্যহত রয়েছে সকল ক্ষেত্রে। আওয়ামী লীগের এ সমস্ত কর্মকান্ডের বিচার একদিন এ দেশের জনগণ অবশ্যই করবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024