নোয়াখালী জেলা পুলিশের এই অসাধারণ সাফল্য জাতীয় ও স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়। যার প্রেক্ষিতে বাংলাদেশ পুলিশের আইজিপি  তিনটি গ্রেফতারের ঘটনার-

(১)  (চাটখিল -সোনাইমুড়ী মহাসড়কের আতঙ্ক মোটরসাইকেল গ্যাং এর ০৫ সদস্যকে ০২টি দেশীয় তৈরী আগেয়াস্ত্র সহ গ্রেফতার ও মোটর সাইকেল উদ্ধার) ও 

(২)  (মানিব্যাগে পাওয়া নূপুরের সূত্র ধরে শনাক্ত হলো আসামী)  মো: নাজিম উদ্দিন, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা ও তার টিমকে এবং 

(৩)  (নোয়াখালীর চাঞ্চল্যকর  ফাতেমা আক্তার ওলী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার ) এসআই (নি:) কৃষ্ণ কুমার দাস ও তার টিমকে বিশেষ অর্থ পুরষ্কার ঘোষণা করেন। 


গত ১২ মার্চ ২০২৩ তারিখ নোয়াখালী পুলিশ লাইন্সে অনুষ্ঠিত কল্যাণ সভায় পুলিশ সুপার (এসপি)  মোঃ শহীদুল ইসলাম, পিপিএম(বার) তাদের হাতে ঘোষিত অর্থ পুরষ্কার তুলে দেন।


জেলা পুলিশের এই সাফল্যের প্রেক্ষিতে আইজিপি'র পক্ষ থেকে এই সম্মাননা ও পুরষ্কার সকল সদস্যকে আরও উজ্জীবিত ও কর্মচঞ্চল করে তুলবে বলে জেলা পুলিশ উর্ধতন কর্মকর্তাগণ বিশ্বাস করে । আইজিপি কে নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024