বালিয়াডাঙ্গী  উপজেলা কৃষকলীগের আয়োজনে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।অদ্য দুপুর ২ ঘটিকার সময় উপজেলা ক্রিয়া সংস্থা মাঠে উপজেলা কৃষকলীগের সভাপতি  মোহাম্মদ মজিবর রহমান এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি   ঠাকুরগাঁও ২ আসনের মাননীয় সংসদ  ও সভাপতি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়  সংসদীয় স্থায়ী কমিটি ।  প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন  কৃষিবিদ বিশ্বনাথ  সরকার বিটু, যুগ্ম সাধারণ সম্পাদক  বাংলাদেশ কৃষকলীগ । গেস্ট অফ অনার  হিসেবে উপস্থিত ছিলেন প্রবীর  কুমার রায় সহ-সভাপতি ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগ, মোহাম্মদ মাজহারুল ইসলাম সুজন সাংগঠনিক সম্পাদক ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ । বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  আরমানুল হক পার্থ  কার্যনির্বাহী সংসদ,  বাংলাদেশ কৃষক লীগ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ  পবারুল ইসলাম  সভাপতি  কৃষক লীগ ঠাকুরগাঁও জেলা, ফরহাদ আহম্মেদ চৌধুরী রিংকু সাধারণ সম্পাদক কৃষক লীগ ঠাকুরগাঁও জেলা, মোহাম্মদ আলী সভাপতি  বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগ, আবু হাসনাত বাবু সাধারণ সম্পাদক বালিয়াডাঙ্গী  উপজেলা আওয়ামীলীগ। অনুষ্ঠান সঞ্চালনা করেন  মোহাম্মদ আজহার আলী সাধারণ সম্পাদক কৃষক লীগ বালিয়াডাঙ্গী উপজেলা। এ সময় বক্তারা শেখ হাসিনা সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন । কৃষি ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের অবদান  অনস্বীকার্য বলে মন্তব্য করেন । বাংলাদেশে কৃষি শিল্পের বিপ্লব ঘটছে বলে  জানান বক্তারা । কৃষিতে স্বনির্ভরশীল বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা সরকারের  প্রশংসা করেন।  বক্তারা বিএনপি'র সমালোচনা করে বলেন  কৃষককে  স্যারের জন্য জীবন দিতে হয়নি  । সরকারের পক্ষ থেকে সব ধরনের কৃষি সহযোগিতা  কৃষকরা পাচ্ছে বলেও জানান । দেশে কোন ধরনের স্যারের  সংকট নেই বলে জানান ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024