|
Date: 2023-03-21 13:44:56 |
জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকা ১১ তম বর্ষে পদার্পণ উপলক্ষে আশাশুনিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সকালে বিআরডিবি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আলোচনা রাখেন, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম পিপিএম, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান, আরডিও বিশ্বজিৎ কুমার ঘোষ, বিআরডিবির সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান ও সাবেক সহ সভাপতি আলী নেওয়াজ। আমার সংবাদের আশাশুনি উপজেলা প্রতিনিধি এস এম আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার গন্যসান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024