সুস্থ শরীর সুস্থ মন,যদি থাকে সমৃদ্ধ বন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পশ্চিম বন বিভাগ সাতীরা রেঞ্জের আয়োজনে মঙ্গলবার ( ২১ শে মার্চ) সকাল ১০টায় রেঞ্জের সিএমসি কার্যালয়ে
আন্তর্জাতিক বনদিবস পালিত হয়।
সাতক্ষীরারেঞ্জের সহকারী বন সংরক এম কে এম ইকবাল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ কলেজের সহকারী অধ্যাপক আশুতোষ কুমার মন্ডল, সিএনআর এর সাইট ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম , বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা নুরুল আলম, কৈখালী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সাদ আল জামী সহ সিপিজি সদস্যবৃন্দ। জানা যায় এক দশক ধরে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি গুরুত্বের সঙ্গে পালিত হয়।
দিবসের উদ্দেশ্য সম্পর্কে বক্তারা বলেন বন ও জঙ্গলযুক্ত এলাকা রা ও রণাবেণ এবং জনগণকে বন, বনজ দ্রব্য ও বন্যপ্রাণী সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। অন্য অর্থে দিনটি জীবনের জন্য গাছের গুরুত্বের একটি অনুস্মারক হতে চায়। কারণ গাছ বা বৃ বিশুদ্ধ বাতাসের একটি উৎস এবং মানুষের জন্য নানা রকম ফল ও উপকরণ সরবরাহ করে।