সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মঙ্গলবার বিকালে মুন্সিগঞ্জ ইউপির বনশ্রী শিক্ষা নিকেতন মাঠে ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে দূর্যোগ ঝুঁকি (ঘূর্ণিঝড় ও অগ্নিনির্বাপণ) ব্যবস্থাপনা বিষয়ক মহড়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, সিপিপি শ্যামনগর উপজেলার সহকারী পরিচালক মুনশী নূর মোহাম্মদ, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা। দূর্যোগ মহড়ার কারিগরি সহায়তায় ছিল সিপিপি শ্যামনগর ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স,কালীগঞ্জ। মহড়ায় দূর্যোগ সচেতনতায় বিভিন্ন বাস্তবভিত্তিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024