|
Date: 2023-03-21 15:45:31 |
মেহেরপুরের গাংনীতে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া সিদ্দিকা সেতু। মঙ্গলবার (২১ মার্চ) বিকেল ৪ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবাগত নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু গতকাল সোমবার গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। এ এসময় সেখানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) নাদির হোসেন শামীম
এসময় গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, গাংনী রিপোর্টার্স ক্লাবের সভাপতি আনারুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সূর্যোদয়ের প্রধান নির্বাহী সম্পাদক আল আমীন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এন পাভেল, দৈনিক আমাদের সূর্যোদয়ের ভারপ্রাপ্ত সভাপতি আতিক স্বপন, নির্বাহী সম্পাদক জুলফিকার আলী কানন, যায়যায় দিন ও ৭১ টিভির প্রতিনিধি মজনুর রহমান আকাশ, মোহনা টিভির প্রতিনিধি ফারুক আহমেদ, বাংলা টিভির প্রতিনিধি আক্তারুজ্জামান, মানবজমিন পত্রিকার প্রতিনিধি সাহাজুল সাজু, জবাবদিহি প্রত্রিকার প্রতিনিধি এ সিদ্দিকী শাহিন, লাখোকন্ঠের প্রতিনিধি রফিকুল আলম বকুল, তৃতীয়মাত্রার প্রতিনিধি তোফায়েল হোসেন, গ্লোবাল টিভির প্রতিনিধি রাব্বী আহমেদ, দৈনিক সমাচার ও পশ্চিমাঞ্চলের প্রতিনিধি মাজিদ আল মামুন, দৈনিক দেশতথ্য ও আরশীনগরের প্রতিনিধি মাহাবুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
মতবিনিময়-কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা নির্বাহী অফিসার। গাংনীর উন্নয়ন নিয়ে প্রশ্নের জবাবে তিনি রাজনীতিবিদ, সরকারী কর্মকর্তা, সুশীল সমাজ, সর্বোপরি প্রশাসনিক কার্যক্রমে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় সাংবাদিকদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
© Deshchitro 2024