বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার কনিষ্ঠ পুত্রবধূ শর্মিলা রহমান। তিনি মালয়েশিয়া থেকে ফিরে মঙ্গলবার রাত ১১টার পর খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজাতে প্রবেশ করেন এবং সকালে বের হয়ে যান। এ সময় শর্মিলা রহমানের সঙ্গে শিমু নামে তার এক বান্ধবী ছিলেন।


বিএনপির দায়িত্বশীল সূত্র থেকে তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে বিএনপির মিডিয়া সেল এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি।


সূত্রমতে, শর্মিলী রহমান জিয়া পরিবারের সদস্য হলেও রাজনীতিতেও তিনি প্রভাব রাখেন। বিশেষ করে দলীয় পদ পদবী এবং নির্বাচনে মনোনয়নের ব্যাপারে তিনি ভূমিকা রাখেন। এবার এসে তিনি কোন ব্যাপারে কথা বলেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024