|
Date: 2023-03-22 12:14:13 |
উত্তর টাঙ্গাইলের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ বুধবার সকালে থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অনুষ্ঠান চলতে থাকে। অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ নুর রহমানের সভাপতিত্বে এ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শিক্ষাবিদ ও কবি ড. শফিক ইমতিয়াজ, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ, বজলুল রশিদ খান চুন্নু, সহকারী প্রধান শিক্ষক নুরনবী, সাবেক পৌর মেয়র মাসুদ পারভেজ, সহ. অধ্যাপক, নিতাই চন্দ্র কর্মকার, সহ. অধ্যাপক নুর মোস্তফা, সমাজসেবা অফিসার ইসমাইল হোসেন, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম, জ্যেষ্ঠ প্রভাষক, নাসির উদ্দিন, প্রভাষক শামীম সোরয়ার, দৈনিক যুগধারার মধুপুর প্রতিনিধি ও ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক নাজিবুল বাশার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024