|
Date: 2023-03-22 13:24:45 |
বুধবার ( ২২ মার্চ ) প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নোয়াখালী জেলার ০৯ টি উপজেলার মোট ১১৭০ টি সহ সারাদেশে সর্বমোট ৩৯৩৬৫ টি ভূমিহীন গৃহহীন পরিবারের অনুকূলে একক গৃহসহ জমির কবুলিয়ত ও খতিয়ান হস্তান্তর কার্যক্রম এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
নোয়াখালী জেলার প্রতিটি উপজেলায় গৃহহীন পরিবারগুলোর মাঝে আজ দেখা গেছে আনন্দের বন্যা। সকাল থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দলে দলে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করে। এসময় অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট উপজেলাসমূহের উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সংশ্লিষ্ট সহকারী কমিশনার(ভূমি) বৃন্দ, উপজেলা চেয়ারম্যানগণ, অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান সদর উপজেলার কবুলিয়াত ও খতিয়ান হস্তান্তর অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হন এবং আগত উপকারভোগী ও অতিথিবৃন্দের উদ্দেশ্যে মূল্যবান বক্তৃতা প্রদান করেন।
এসময় উপকারভোগীদের কাছ থেকে তাদের অনুভূতির কথা শ্রবণ করেন এবং কর্মকর্তাদের তদসংশ্লিষ্ট নির্দেশনা প্রদান করেন।
© Deshchitro 2024