আমাদের বয়স হয়েছে। আমরা মনে করি সমাজে আমাদের কোন প্রয়োজন নাই। কিন্ত আজ ধারণাটা ভূল প্রমানিত হল। মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদের শতাধিক প্রবীণ ব্যক্তিদের একত্রিত করে যে আয়োজন করেছেন এটি সত্যি প্রশংসনিয়। এসব কথা গুলি বলছিলেন বুধবার (২২ মার্চ) দিন ব্যাপী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্তরে ব্যতিক্রমধর্মী আয়োজন প্রবীণমিলনোৎসবে প্রবীণরা। তারা অনুষ্ঠানে কৈশোর, যৌবন ও বৃদ্ধ বয়সের বহু ঘটনা স্মৃতিচারণ করেন। এক পর্যায়ে স্মৃতিচারণ করতে করতে অনেকে কান্না , হাসি দুটিই সংমিশ্রণ করে কথা বলেন। চাকুরী থেকে অবসরপ্রাপ্ত ও চাকুরীজীবি নয় এমন প্রবীণরা এ উৎসবে হাজির হন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্মরণে মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের আয়োজনে এই প্রবীণ মিলনোৎসবের আয়োজন করা হয়। মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধার সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য শিল্পী রানী মৃধা। অতিথি হিসাবে বক্তব্য রাখেন  প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম, প্রধান শিক্ষক আবুল কালাম মল্লিক, প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, ইউপির সকল সদস্যবৃন্দ।  স্মৃতিচারণ করে প্রবীণদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক ধনঞ্জয় মিস্ত্রী, এস এম আবু কওছার, জি এম মহিউদ্দিন, ইয়াকুব সরদার, ডাঃ ভূপেন্দ্র নাথ মন্ডল, পরিমল ঘরামি, বিষ্ণু পদ ঘরামি প্রমুখ।

মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য উৎপল জোয়ারদ্দার জানান প্রবীণদের জন্য সাবেক তিনটি ওয়ার্ডে তিনটি প্রবীণ কাব ঘর নির্মাণ করা হবে, যেখানে বসে প্রবীণরা গল্প করবেন, নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। এছাড়া বর্তমান পরিষদ যতদিন থাকবেন সে সময়কাল পর্যন্ত প্রতিবছর এক বিশেষ দিনে প্রবীণদের নিয়ে উৎসব করবেন। প্রবীণরা এ উৎসবের জন্য চেয়ারম্যান অসীম মৃধা সহ ইউপির সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে সকল প্রবীণদের একটি লাঠি ও একটি তোয়ালে  প্রদান করা হয়।




প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024