শেরপুরের ঝিনাইগাতীতে মেয়েদের বয়:সন্ধিকালীন স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ বুধবার সকালে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডাঃ সাদ্দাম হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন, এসআইএল এর শেরপুর এরিয়া ম্যানেজার সুজল সাংমা, এরিয়া সুপারভাইজার রুয়েল কোচ, প্যাক সদস্য নীলমাধব হাজং ও স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স। এসময় বক্তারা বলেন, মেয়েদের বয়:সন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা, সুষম খাবার ও পুষ্টি বিষয়ক খাবার সম্পর্কে নানারকম পরামর্শ প্রদান করেন। সেই সাথে এসব বিষয়ের কুফল সম্পর্কেও ধারনা দেওয়া হয়। আলোচনা শেষে অংশগ্রহণকারী প্রত্যেক কিশোরীদের ৬টি বিনামূল্যে পুনরায় ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয় এবং কর্মএলাকার কিশোরীদের জন্য পরবর্তীতে বিতরণ করা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024