গতকাল (২২ই মার্চ ২০২৩) সকাল দশটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় গ্রন্থাগার মিলনায়তনে নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। সংগঠনের সভাপতি আহমেদ হানিফের সভাপতিত্বে ও সৌমিত্র নাগ ,সাদিয়া ইসলাম তিথির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থপতি ইকবাল হাবিব ।


এতে আরো উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির,চবি নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আলা উদ্দিন,নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড.মোশরেকা অদিতি হক, গ্রীন ভয়েস চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক ইসরাত জাহান সহ গ্রীন ভয়েস চবি শাখার সকল দায়িত্বশীলরা।


অনুষ্ঠানে অতিথিরা নবীনদের বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন,সংগঠন পরিচালনার ক্ষেত্রে করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।


পরিবেশ নিয়ে সচেতনতা তৈরি করতে সকল নবীনদের আহ্বান জানিয়ে অতিথিরা বলেছেন


তোমরা কোনো না কোনো সমাজের প্রতিনিধিত্ব করছো,তোমাদের মাধ্যমে এগিয়ে যাবে সোনার বাংলাদেশ।


সময়ানুবর্তিতা ও কাজের প্রতি গুরুত্বারোপ করে অতিথিরা সকলকে সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করার মাধ্যমে নিজের মেধার স্বাক্ষর রাখার জন্য পরামর্শ প্রদান করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024