নারী নেত্রী ও আইনজীবী নাসরিন সিদ্দিকা লিনা নিজ অর্থায়নে ইফতার সামগ্রী সামগ্রী বিতরণ করে আজ।আজ সকাল নিজ বাস ভবন ঈদগাঁও উওর মাইজ পাড়ায় এলাকায় গরীব দুঃখী অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।


নাসরিন সিদ্দিকা লিনা জানান রমজান হোক ত্যাগের ও সহমর্মিতার। মহান রাব্বুল আলামিনের কাছে সবসময় প্রার্থনা করি ; তিনি যেন আমাকে অসহায়ের সহায় ;দুঃখী মানষের পাশে থাকার ; তাদের মুখে হাসি ফোটাবার তৌফিক দান করেন ; আ-মীন।।


উল্লেখ্য, নাসরিন সিদ্দিকা লিনা সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ও বাংলাদেশ আওয়ামী লীগ আইন উপ কমিটির সদস্য

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024