|
Date: 2023-03-23 13:42:31 |
সাতীরা শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সুন্দরবন সংলগ্ন কালিঞ্চী গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া দশ মিনিটের টর্নেডোতে প্রায় দুই শত কাঁচা ও আধা পাকা ঘরের ক্ষয় ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার সকাল (২৩ মার্চ) ১১টার দিকে কালিঞ্চী গ্রামের খাস খামার, মধ্যপাড়া, গেট পাড়া, কলুনিপাড়া, বৈদ্য পাড়া সহ অন্যান্য স্থানে টর্নেডো আঘাত হানে।
স্থানীয় ইউপি সদস্য আজগর হোসেন বুলু, চিংড়ী ঘের ব্যবসায়ী শেখ আফজালুর রহমান জানান, আকাশে হালকা মেঘের ঘনঘটা ছিল। কিন্তু কিছু বুঝে উঠার আগেই হঠাৎ টর্নেডো আঘাত হানে এবং এই ঝড়ে প্রায় পঞ্চাশটি কাঁচা ঘর সম্পূর্ণ বিধ্বস্থ হয়েছে এবং এক শত পঞ্চাশটি কাঁচা ও আধা পাকা ঘর ক্ষতি গ্রস্থ হয়েছে।
এছাড়া উপজেলার কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, কৈখালী গ্রামেও টর্নেডো আঘাত হেনেছে, এ গ্রামেও ক্ষয় ক্ষতি হয়েছে। জানা যায়, ঝড়ের সাথে শিলা বৃষ্টিও ছিল ।
শ্যামনগর ইউএনও মোঃ আক্তার হোসেন এ বিষয়ে বলেন সকলকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে এবং টর্নেডোর আঘাতের ক্ষয় ক্ষতির নিরুপণের চেষ্টা চলছে।
বিকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান সাঈদ উজ জামান সাইদ টর্নেডো ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন।
© Deshchitro 2024