|
Date: 2023-03-23 18:22:38 |
আফসানা আফরোজ খুশিকে সভাপতি ও সিহাব আলীকে সাধারণ সম্পাদক করে রাজশাহী কলেজ রাষ্ট্রবিজ্ঞান ডিবেটিং ক্লাবের ২০২৩-২৪ সেশনে ২১ সদস্যদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২২ মার্চ ২০২৩) সন্ধ্যা সাড়ে ৭টায় এক ভার্চুয়াল সভায় ক্লাবের উপদেষ্টা কামরুল হাসান ডিবেটিং ক্লাবের অন্যান্য উপদেষ্টামন্ডলীর পরামর্শক্রমে ও বিভাগীয় প্রধানের অনুমতি সাপেক্ষে এ কমিটি ঘোষণা করেন।
ডিবেটিং ক্লাবের নব গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি শারমিন ফেরদৌস রিমা , সহ-সভাপতি রুম্মান আহমেদ বুলবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকিয়া ফেরদৌস এ্যানি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার মেরাজ, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেরুননেছা মুন্নি , কোষাধ্যক্ষ তারেক আহম্মেদ, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক রবিউল ইসলাম মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিন্নাতুন নাহার ময়না, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়ামান সরকার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফারহান আহমেদ, ইভেন্ট ম্যানেজমেন্ট জাকি মুজাহিদ।
কার্যনির্বাহী সদস্যরা হলেন জিয়ারুল ইসলাম জিয়া, মাহফুজুর ইসলাম নাহিদ, সাদিয়া সুলতানা, মিফতাহুল জান্নাত নিশাদ, চাঁদনী ইসলাম ও মোর্শেদা আক্তার।
নবগঠিত কমিটির সভাপতি আফসানা আফরোজ খুশি বলেন, দীর্ঘ ৪বছর এই ক্লাবে আমার পথযাত্রা। এই ক্লাব আমার বিশেষ আবেগের জায়গা। দীর্ঘ পথচলার পরে আমি এই ক্লাবের মুল দায়িত্বে আসতে পেরে অনেক বেশি আনন্দিত এবং বিশেষ কৃতজ্ঞতা ক্লাবের সম্মানিত উপদেষ্টামন্ডলী সহ ক্লাবের সাবেক-বতর্মান সকল সদস্যের প্রতি। তারা আমাকে চেয়েছেন, আমাকে যোগ্য মনে করেছেন। আমি আমার সবটা দিয়ে ক্লাবের জন্য কাজ করে যাব। যাতে করে এ ক্লাব আমাদের নেতৃত্বে আরো বেশি সমৃদ্ধ হতে পারে। সকলের দোয়া প্রত্যাশি।
© Deshchitro 2024