|
Date: 2023-03-24 06:34:47 |
শুদ্ধতার মিছিলে প্রভুকে খুজে কেউ পথহারা হয়নি; হেদায়েতের নূর তাকে রাঙিয়ে দিয়েছে। সেই মিছিলের একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২১-২০২২ সেশনের (১৭তম ব্যাচ) নৃবিজ্ঞানের শিক্ষার্থী অর্ণব দাস সনাতন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
গত ১০ মার্চ শুক্রবার আনুষ্ঠানিকভাবে সনাতন ধর্ম থাকাকালীন নামটি পরিবর্তন করে রাখা হয় আহমাদ কাবির।
ইসলাম ধর্মের কাছে সবকিছুকে নত করে দিয়ে জীবনকে সংগ্রামের কড়াল পথে ধাবিত করেও আত্মার প্রশান্তি মেলে।
এ বিষয়ে আহমাদ কাবির জানান, আমি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি বিশ্বাস, এক ও অদ্বিতীয় সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস ও ইসলাম ধর্মের প্রতি বিশ্বাস রেখেই সার্বজনীন ইসলাম ধর্ম গ্রহণ করেছি।
তিনি আরও বলেন, গত তিন থেকে চার বছর ধরে নিজের সাথে সংগ্রাম করে সবকিছু ত্যাগ করে আল্লাহর কাছে ফিরে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ।
উল্লেখ্য, আহমাদ কাবির বর্তমানে ঢাকার -১২১২ বাড্ডার ৪২ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা। তবে পারিবারিকভাবে সম্মতি না থাকায় তিনি পরিবার ছেড়ে বন্ধুদের সাথে থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। বন্ধুদের উদারতা ও ধর্মীয় দায়িত্ব পালনের মাধ্যমে এক প্রশান্তিময় সময় পার করছেন তিনি। রমাদানকে কেন্দ্র করেও তিনি ধার্মিকতার চর্চা চালিয়ে যাবেন।
© Deshchitro 2024