বগুড়ার সারিয়াকান্দিতে থানা এলাকায় অভিযান পরিচালনা করে জোড়গাছা নতুনপাড়া থেকে ১২৯ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ৬,৫০০/-টাকাসহ মাদক ব্যবসায়ী ওয়াজেদ হোসেন (৩৫) কে আটক করেছে সারিয়াকান্দি থানাধীন চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্র। আসামী ওয়াজেদ সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের জোড়গাছা নয়াপাড়ার মৃত জহুরুল ইসলাম ও রওশন আরা দম্পতির ছেলে।
এসব তথ্য নিশ্চিত করে চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর দুরুল হোদা জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। চন্দনবাইশা পুলিশ ফাঁড়ির আওতায় যেসব এলাকা রয়েছে, সেসব এলাকা মাদকমুক্ত রাখতে পুলিশের সার্বক্ষণিক নজরদারি চলমান।
অন্যদিকে হত্যার মামলার গ্রেফতারী পরোয়ানার আসামী হাসেন আলী (৪২) পিতা-মোঃ আশরাফ আলী প্রাং, সাং-শেখাহাতি, থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়াকে ঢাকা হইতে গ্রেফতার করা হয়েছে এবং আসামী হান্নান প্রামানিক (৪০) পিতা-মৃত জয়নাল প্রামানিক, সাং-জোড়গাছা নতুনপাড়া, থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়াকে আটক করেছে পুলিশ।
সারিয়াকান্দি থানার ইন্সপেক্টর (তদন্ত) আশরাফুল আলম জানান, সারাদেশের ন্যায় বগুড়ার সারিয়াকান্দিতেও বিভিন্ন অপরাধ নির্মূলে পুলিশ কাজ করে যাচ্ছে। যুবসমাজকে রক্ষার স্বার্থে সচেতন নাগরিকরা যদি পুলিশকে মাদক ব্যবসায়ীদের সঠিক তথ্য দিয়ে সহায়তা করে তাহলে পুলিশের যথাযথ পদক্ষেপ নিতে অনেকটা সুবিধা হবে।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, আসামী ওয়াজেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক গ্রেফতারী পরোয়ানাভুক্তদের ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024